বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০১১

তোমারি ভবনে আমারি বাস,

তোমারি ভবনে আমারি বাস,
তোমারি পবনে আমারি শ্বাস,
তোমারি চরণে আমারি নাশ,
জীবনে মরণে করিয়ো দাস।
পাপ-ব্যাধিতে করিছে গ্রাস,
ফুরাইছে দিন লাগিছে ত্রাস,
তোমারি করুণা অমৃত প্রাশ,
দিয়ো অন্তিমে এ অভিলাষ।
চরণে জড়িত কঠিন পাশ,
বাঁধিয়া রাখিছে বারটি মাস,
ভুলাইল মোহ, ভোগ-বিলাস,
তোমারি চরণ দীনের আশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন