রবিবার, ২৩ জানুয়ারী, ২০১১

Alauddin Bijoy------তুমি আমার মনের মানুষ

তুমি আমার মনের মানুষ
মনেরই ভিতর
তুমি আমার প্রাণ বন্ধু
অন্তরের অন্তর
তুমি আমায় করো নাকো
কোনদিনও পর
তোমায় এক নজর না দেখলে পরে
পরান আমার পোড়ে
দেখলে পরে দুই নয়নে
তৃষ্ণা আরো বাড়ে
সামনে আমার প্রেমের সিন্ধু
পাইনা তারে এক বিন্দু


তোমার এত ভালোবাসা আমি
… লুকাই রাখি
বুকের খাঁচায় বন্দী থেকো
ওগো অবুঝ পাখি
তোমার প্রেমে আমি অন্ধ
ফিরে যাওয়ার পথ বন্ধ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন