রবিবার, ২৩ জানুয়ারী, ২০১১

বারে বাস রে ভালো,

Alauddin Bijoy                            
বারে বাস রে ভালো,
নইলে মনের কালো ঘুচবে নারে।
আছে তোর যাহা ভালো,
ফুলের মতো দে সবারে।
করি’ তুই আপন আপন
হারালি যা ছিল আপন;
এবার তোর ভরা আপন;
বিলিয়ে দে তুই যারে তারে।
যারে তুই ভাবিস ফণী
তারও মাথায় আছে মণি,
বাজা তোর প্রেমের বাঁশি
ভবের বনে ভয় বা কারে।
সবাই যে তোর মায়ের ছেলে,
রাখবি কারে, কারে ফেলে?
একই নাওরে সকল ভাইয়ে
যেতে হবে রে ওপা
রে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন